শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৪:৩২

`এশিয়ার সবচেয়ে খারাপ শ্রীলঙ্কা দলের ফিল্ডিং সাইড'

`এশিয়ার সবচেয়ে খারাপ শ্রীলঙ্কা দলের ফিল্ডিং সাইড'

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি মারভান আতাপাত্তুর পদত্যাগের পর শ্রীলঙ্কা দলের আন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন জেরোমি জয়রত্নে। দায়িত্বে যোগ দিয়েই দলটির সঙ্গে কাজ করার সময় দলের ফিটনেস নিয়ে ব্যপক অসন্তোষ প্রকাশ করেন এই আন্তর্বর্তীকালীন কোচ।

সম্প্রতি দ্য নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ফিল্ডিং সাইডের অবস্থা সর্ম্পকে তিনি বলেন, ‘এশিয়ার সবচেয়ে খারাপ শ্রীলঙ্কা দলের ফিল্ডিং সাইড।’
 

সাক্ষাৎকারে জয়রত্নে বলেন, ‘ ফিল্ডিংয়ে কখনও আমরা পাকিস্তানের পেছনে অবস্থান না করলেও বর্তমানে অমরা এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছি।ভারত প্রমাণ করেছে তারা আমাদের থেকে ভালো ফিল্ডিং সাইড। এমনকি বাংলাদেশও আমাদের থেকে ভালো ফিল্ডিং করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ও ফিটনেসের অনেক অবনতি হয়েছে। তাই দলটি নিয়ে অনেক কাজ করতে হবে।’

তবে শ্রীলঙ্কা দলে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ ইংলিশ প্রশিক্ষক মাইকেলকে পেয়ে আত্মবিশ্বাসী জয়রত্নে। তিনি মনে করেন তার অধীনে দলের ফিটনেসের সমস্যা খুব শিগগিরই কাটিয়ে উঠবেন দলের ক্রিকেটাররা। জয়রত্নে বলেন, ‘মাইকেল চার থেকে ছয় মাসের মধ্যে দলের ফিটনেসের পরিবর্তন আনবেন-এ ব্যাপারে আমি আশাবাদী।’
১৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে